গল্প হেকিমসাহেব : গল্প নয় নাটক
- অপূর্ব দে
এই সময়ের অত্যন্ত জনপ্রিয় ও শক্তিশালী নাট্যকার মনোজ মিত্রের এক অসাধারণ সৃষ্টি ‘গল্প হেকিমসাহেব’ নাটক। এই নাটক নিছক হেকিম সাহেবের জীবনালেখ্য নয়। বরং পাশাপাশি দুই রাষ্ট্রশক্তির হিংস্র প্রতিযোগিতায় দাবার খুঁটির মতো ব্যবহৃত হয় মানবদরদী চিকিৎসক হেকিম। উপেক্ষিত হয় জনস্বাস্থ্য। বঞ্চিত হয় সাধারণ মানুষ। মানুষের সেবায় আমৃত্যু লড়াই চালিয়ে যায় হেকিম। শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়ে মারা যায় হেকিম। কিন্তু রয়ে যায় হেকিমের আবিষ্কার ও সৃষ্টি। নাটকটিকে নানা দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা হয়েছে।
জন্ম ২ আগস্ট, ১৯৬২। নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে স্নাতক এবং কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. ডিগ্রি লাভ করেন। বর্তমানে উত্তরপাড়া রাজা প্যারীমোহন কলেজে অধ্যাপনায় রত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়-এর অতিথি অধ্যাপক। বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের অর্থানুকুল্যে ‘শিশুনাট্য’ বিষয়ে গবেষণা করেছেন। কালিঘাটের নিষিদ্ধ পল্লীর যৌনকর্মীদের দিয়ে নাটক রয়েছেন। সাহিত্য সংস্কৃতি বিষয়ে কলকাতা দূরদর্শনে অনেক অনুষ্ঠান করে থাকেন। ‘গ্রুপ থিয়েটার’ পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য। ‘গ্রুপ থিয়েটার’ পত্রিকার কালীপ্রসাদ চক্রবর্তী স্মারক পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ একাঙ্ককার হিসেবে। সংলাপ কলকাতা নাট্য সংস্থার ‘অন্যতম নাট্য সমালোচক’-এর পুরস্কার এবং কালপুরুষ নাট্যসংস্থার ‘শ্রেষ্ঠ নাট্য প্রাবন্ধিক’ হিসেবে সত্য বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কারও পেয়েছেন। ২০১১ সালে পেয়েছেন তারাশঙ্কর সাহিত্য পরিষৎ কর্তৃক প্রদত্ত ‘তারাশঙ্কর’ নামাঙ্কিত ‘স্বর্ণপদক পুরস্কার’।