জানা অজানা
- অণিমা রায়
এই উপন্যাসের নায়ক দীপাঞ্জন সামন্ত রাজস্থানের যোধপুর রাজবংশের উত্তরপুরুষ। সম্রাট আকবর সারা 'ভারতব্যাপী একচ্ছত্র অধিপতি হওয়ার মানসে, এ রাজবশের এক দুদধর্য বীর সন্তান স্থির সিংহরাঠোর চৌহানকে (১৫৭০), সেনাপতি হিসেবে একদল সৈন্যসহ মঙ্গলমহাল অধিকার করতে প্রেরণ করেন। তারা কেউ ফিরে যাননি। জয় করার পর মেদিনীপুরের অগ্রগতি সিংহরাঠোর চৌহান। অনুগতদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র পরগণার সামন্ত রাজা করে দেন। দীপাঞ্জন সেই এক সামন্ত রাজের শরিক। এখন হতভাগ্যের ফেরে এক কৃষক সন্তান। কিন্তু অধ্যবসায়ের গুণে বর্তমানে আই.এএস. পদে বহাল হওয়ার নির্দেশ পেয়েছেন। কলেজে পড়াকালীন বিশাল ধনী শিল্পপতি শিবশঙ্কর রায়ের কন্যা তৃণার সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্ত 'শিবশঙ্কর রায় দরিদ্র, অনভিজাত, কৃষক পরিবারের সন্তানকে মেনে নিতে পারেননি। বড়ো অফিসার হয়েছে শুনে তাড়াতাড়ি তৃণাকে বন্ধপুত্র সৌমেন্দু যে কোম্পানী চালনায় পারদর্শী তার সঙ্গে বিয়ে দিতে উদ্যোগী হন। পিতা-পুত্রীর এই রায় নিজের একমাত্র সন্তানের জীবন যৌবনকে অকালে ধ্বংসের মুখে ঠেলে দিলেন - দীপাঞ্জন আর তৃণার জীবনের প্রেমে সেই বিষয়ই রূপ পেয়েছে।