নন্দনতত্ত্বে পাঁচ শিল্পী
- সুদীপ্তা তরফদার
পাশ্চাত্য-সাহিত্যে শিল্পীদের শিল্প বিষয়ক আলোচনার ধারা একটি আগ্রহের বিষয় কারণ, হাতে কলমে যাঁরা শিল্প সৃষ্টি করেন, তাদের শিল্প বা নন্দনতত্ত্ব আলোচনা একটি বিশেষ মাত্রা পায়। আমাদের দেশে এই ধরনের গ্রন্থ হাতে গোনা। বিশ শতকের বাংলার শিল্প-সংস্কৃতির প্রেক্ষিতে আধুনিক শিল্পকলার জনক ‘শিল্পগুরু’ অবনীন্দ্রনাথ, নন্দলাল, রবীন্দ্রনাথ, যামিনী রায় এবং বিনোদবিহারী এই পাঁচজন শিল্পীর নন্দনতত্ত্ব বিষয়ে আলোচনা করেছেন লেখক। শিল্পীদের দৃষ্টিকোণ থেকে নন্দনতত্ত্বের আলোচনা নিঃসন্দেহে অভিনব।