পণ্ডিতমশাই গ্রাম-জীবনের তথ্যচিত্র
- রজত কিশোর দে
অশিক্ষা ও কুসংস্কার অন্ধকার জীবনকে পৌঁছে দেয় ভয়ংকর পরিণতিতে। শহরের আধুনিক জীবন থেকে বহুদূরে অশিক্ষায় আবদ্ধ গ্রাম বাংলার সাধারণ জীবন। এহেন গ্রাম্য নরনারীর জীবনচিত্র তুলে ধরেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - যাদের কথা আগে কেউ লেখেননি। বর্তমান গ্রন্থে লেখক বোড়ল গ্রামের সুত্রে উক্ত উপন্যাসের গ্রাম্যজীবনের চালচিত্রকে উপস্থাপন করেছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। যেখানে বৃন্দাবনের ট্রাজেডি কুসুমের ট্রাজিক পরিণতি যেন গ্রাম বাংলার অন্ধকারে আলো দেখায়।