সৈয়দ আলাওল ও পদ্মাবতী
- মহুয়া ঘোষ
মধ্যযুগের বাংলা সাহিত্য-শাখায় সৈয়দ আলাওল এক ব্যতিক্রমী কবি-প্রতিভা। বাংলা সাহিত্য সেসময় ভক্তিরসের প্লাবনে আপ্লুত, সেই সপ্তদশ শতাব্দীতে সুদূর আরাকানে বসে, নরনারীর জৈবিক প্রেমকাহিনিকে মানবরসে জারিত করে তিনি রচনা করলেন অক্ষয় সাহিত্যকীর্তি ‘পদ্মাবতী’। রত্নসেন-পদ্মাবতী-সুলতান আলাউদ্দিন খিলজীর ত্রিকোণ প্রেমকে কেন্দ্র করে, ইতিহাসের বিস্তৃত প্রান্তরে সৃষ্টি হল ঐতিহাসিক রোমান্সের প্রথম বীজসুত্র। রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত হলেও ‘পদ্মাবতী’ কাব্য আলাওলের পাণ্ডিত্য ও প্রতিভার এক বিস্ময়কর প্রকাশ। কাহিনি-বয়নে, চরিত্র-নির্মাণে, ভাষাশিল্পে, রসসৃজানে— ‘পদ্মাবতী’-মধ্যযুগে যেন অনেকক্ষেত্রেই হয়ে উঠেছে আধুনিকতার পূর্বসূরী। সমকালের সীমাবদ্ধতাকে মেনে নিয়েও কবি সময়কে অতিক্রম করতে সচেষ্ট। এই গ্রন্থটি আলাওলের সেই অপূর্ব সৃষ্টির প্রতি আলোকপাতের সামান্য প্রয়াস।