নকশাল আন্দোলন ও বাংলা কথাসাহিত্য
- ফটিক চাঁদ ঘোষ
নকশাল আন্দোলন বিষয়ক উপন্যাস ও গল্প নিয়ে আলোচিত এই গ্রন্থ। নকশাল আন্দোলন যতই নঞর্থক ও ব্যর্থ হোকনা কেন—তা সমগ্র ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল। আজও তার গুরুত্ব অসীম। এই গ্রন্থে নকশাল আন্দোলনের প্রায় প্রতিটি উপন্যাসের আলোচনা রয়েছে। তার কাহিনি, চরিত্র, শৈলী, ইতিহাসচেতনা, লেখকের জীবনবোধ, আঙ্গিক—সবই বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। অধিকাংশ ছোটোগল্পেরও সূক্ষ্ম বিশ্লেষণ ও সাহিত্যমূল্য ধারণ করেছে এই বই। অতি সাম্প্রতিক লেখাও বিশ্লেষিত হয়েছে—সেই গোড়াকার উপন্যাস ও গল্প থেকে। পাণ্ডিত্য নয় স্বাদুতাই গ্রন্থটির প্রধান পরিচয়।
জন্ম ১০ জুন ১৯৭০ পশ্চিম মেদিনীপুরের সীমান্ত বাংলায়-লাটপাড়া গ্রামে। তপশিয়া, গোপিবল্লভপুর, ঝাড়গ্রাম রাজকলেজ ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা। তারপর বিনপুর হাইস্কুল ও মহিষাদল রাজকলেজে শিক্ষকতা। বর্তমানে মেদিনীপুর কলেজের বাংলাবিভাগের বিভাগীয় অধ্যাপক। নকশাল আন্দোলন ও বাংলা কবিতা-র আলোচনা নিয়ে এম. ফিল.। ঐ আন্দোলনের কথাসাহিত্য নিয়ে পি.এইচ.ডি.। প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বারো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত। তারপর মানবাধিকার সংগঠন এপিডিআর-এর সঙ্গে যুক্ত হওয়া। প্রতিষ্ঠিত শাসকগোষ্ঠীর বিরোধিতার পুরস্কার পেয়েছেন সারাজীবন। প্রকাশিত গ্রন্থ ‘নকশাল আন্দোলন ও বাংলা কথাসাহিত্য’, ‘আরোগ্য নিকেতন : একটি নিবিড় পাঠ’, ‘কাব্যগ্রন্থ পেরোতে চাই প্রলাপের কাল’, ছড়ার বই ‘একুশে বাংলার কবিগান’, সম্পাদিত গ্রন্থ : ‘রবির আলোয়’, ‘গিরিশচন্দ্রের জনা', ‘বাদল সরকার এবং’, ‘এবং ইন্দ্রজিত’, জঙ্গলমহলের সাম্প্রতিক আন্দোলনের পরিচয় পর্যালোচনা ‘ইতি ডুলুং : জঙ্গল মহল’। প্রকাশ পেতে চলেছে। ‘দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার হারিয়ে যাওয়া লোকগান : অস্তিত্ব ও সংকট’। অধ্যাপনা ছাড়া বাকি সময়টুকু লেখা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং জমাট আড্ডা দিয়ে - যে আড্ডারও একমাত্র আলোচ্য মানুষ ও মানুষের অধিকার।