প্রসঙ্গ : বাংলা নাটক
- তপন মণ্ডল
‘প্রসঙ্গ : বাংলা নাটক’ গ্রন্থে লেখক তুলে ধরেছেন তার উনিশ-বিশ শতকের নাট্য ভাবনার মৌলিক আলোচনা। উনিশ-বিশের সমাজ আন্দোলন প্রেক্ষিৎ বাংলা নাটকের অবদান তার লেখায় এসেছে। এছাড়া এই সময়ের উল্লেখযোগ্য নাট্যকারদের বিশেষ কয়েকটি নাটককে সমাজ সমস্যার প্রেক্ষিতে মৌলিক ভাবনায় আলোচিত হয়েছে। সাতচল্লিশ -এর পর ওপার বাংলার বিশেষ নাট্য ব্যক্তিত্বের পরিচয় ও একুশ শতকের এ বাংলার বিশেষ কয়েক নাট্যব্যক্তিত্বের আলাপচারিতায় উঠে এসেছে তাদের নাট্যভাবনার মৌলিক কথা।