রক্তকরবী বহুমাত্রিক ভাবনায়
- তপন মণ্ডল
বাংলা নাট্যঅঙ্গনে 'রক্তকরবী” সবথেকে জনপ্রিয় কিংবা বলা যেতে পারে সবথেকে বেশি সমালোচিত নাটক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত “রক্তকরবী' নাটকে কখনো দেখা গিয়েছে পুরাণ প্রতিমার ছায়া, কখনো দেখা গিয়েছে জয়গান, আবার কখনো দেখা গিয়েছে ছকে বাঁধা জীবন থেকে মুক্ত প্রাণের আহ্বান। “রক্তকরবী'” ফুলের প্রতীকে নাট্যকার উক্ত নাটকে যে বন্ধন মুক্তির কিংবা জ্বলন্ত প্রতিবাদের ডাক দিয়েছেন, তা নাটকটিকে সর্বকালের শ্রেষ্ঠ নাটকের মর্যাদায় উন্নীত করেছে। বেশ কিছু সূহ্ষ অথচ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। যে বিযয়গুলি আজও অনালোচিত। সেই সব বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের অন্তর্গত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বহু অভিজ্ঞ অধ্যাপক / অধ্যাপিকা তাদের মূল্যবান সময় ব্যয় করে উক্ত নাটকের সেই সব অনালোচিত দিকগুলি লিপিবদ্ধ করেছেন বর্তমান গ্রন্থটিতে। আশা করি, নাট্যসমালোচক ও নাট্যপ্রেমী তথা পাঠক মহলে গ্রন্থটি খুব শীঘ্রই নিজ আসন লাভ করতে পারে।