চর্যাপদ : পুনর্মূল্যায়ন
- তপন মণ্ডল
চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯০৭ সালে আবিষ্কারের পর একশ বছরের বেশি সময় ধরে চর্যাপদকে কেন্দ্র করে ভাষা, আর্থ-সামাজিক প্রেক্ষাপট, ধর্ম, কবি, সাংস্কৃতিক ঐতিহ্য, সাহিত্যমূল্য প্রভৃতি নানা বিষয়ক আলোচনা ও বিতর্ক হয়েছে এবং আজও হয়ে চলেছে। সেকাল ও একালের বিভিন্ন চর্যা-গবেষক ও অধ্যাপক কৃত চর্যার বহুমাত্রিক মূল্যায়নকে এই সংকলন গ্রন্থে বিবৃত করার প্রয়াস নেওয়া হয়েছে।