গল্প পাঠকের ডায়ারি
- উজ্জ্বলকুমার মজুমদার
বাংলা ছোটগল্প ও ছোটগল্পকারের ইতিহাস হয়তো আগে কয়েকটি লেখা হয়েছে, কিন্তু একদিকে ছোটগল্পের প্রকৃতি, বিষয় ও কালভিত্তিক ছোটগল্পের পর্যালোচনা, শতবর্ষের ছোটগল্পের সামগ্রিক সমীক্ষা, অন্যদিকে রবীন্দ্রোত্তর উল্লেখযোগ্য কথাশিল্পীদের একক আলোচনা — এই দ্বিবিধ সমালোচনার পূর্ণতা নিয়ে কোনো বই ইতিপূর্বে প্রকাশিত হয়নি। একথা জোর দিয়ে বলা সম্ভব এই জন্য যে এর লেখক উজ্জ্বলকুমার মজুমদার। প্রাজ্ঞ, রসক্ত ও সতত সক্রিয় এই সমালোচকের প্রায় ত্রিশ বছরব্যাপী ছোটগল্প সমীক্ষার প্রৌঢ় ফসল এখানে সংগৃহীত হয়েছে। ছোটগল্প নামক সাহিত্য-প্রকরণের প্রকৃতি স্পষ্ট করার জন্য তিনি উপন্যাস ও বড়োগল্পের সঙ্গে এর পার্থক্য বুঝিয়েছেন, একশো বছরের ছোটগল্পের নিপুণ মূল্যায়ন করেছেন। একক সাহিত্যকৃতি পর্যালোচনা করতে গিয়ে ধরেছেন প্রবীণতর। রবীন্দ্রনাথ, প্রভাতকুমার, শরৎচন্দ্র থেকে বিভূতিভূষণ – তারাশঙ্কর - মানিককে, তেমনি ধরছেন জগদীশ গুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, বনফুল বা সুবোধ ঘোষকে। স্বল্প আলোচিত অথচ সমর্থ শিল্পী সরোজ রায়চোধুরী, জ্যোতিরিন্দ্র নন্দী বা অন্নদাশঙ্করের প্রতি তার যেমন উৎসাহ, তেমনি উৎসাহ আশাপূর্ণা দেবী বা তরুণতর প্রজন্মের সমরেশ বসু বা সুনীল গঙ্গোপাধ্যায় সম্বন্ধেও। যে বিশ্লেষণী শক্তির তীব্রতা, অভেদী দৃষ্টিতে সৃষ্টির গভীর রহস্য উদ্ধার এবং রসসিদ্ধ নমনীয় ভাষা ব্যবহারের জন্য লেখক সুপরিচিত, এখানে তার পূর্ণ পরিণতি ঘটেছে। ছোটগল্পের সামগ্রিক আলোচনায় গ্রন্থটি অনিবার্য বলেই আমরা মনে করি।।
জন্ম : ১৯৩৬ সাল। ভবানীপুর, দক্ষিন কলকাতা।
শিক্ষা : সেন্ট লরেন্স স্কুল, কলকাতা, সেন্ট জনস সি.এম.এস.স্কুল, কৃষ্ণনগর। কৃষ্ণনগর গভঃ কলেজ ও প্রেসিডেন্সি কলেজ।
কর্মজীবন : উত্তরপাড়া প্যারীমোহন কলেজ থেকে ১৯৫৮ সালে। এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবনে কাটে ছ’বছর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বত্রিশ বছর বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেছেন। একবছর বিশ্বভারতীর রেজিস্ট্রার ছিলেন এবং এশিয়াটিক সোসাইটিতে রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যাপক হিসেবে গবেষণা-পরিচালনা করেন। বেশ কয়েকবার রবীন্দ্র সাহিত্য সম্বন্ধে বক্তৃতার জন্যে আমেরিকায় নিমন্ত্রিত হ’য়ে গেছেন। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলো ও নিখিল ভারতবঙ্গসাহিত্য সম্মেলনের (দক্ষিণ কলকাতা শাখা) সভাপতি ছিলেন।
পুরস্কার : ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার (১৯৭৯), তারাশঙ্কর স্মৃতি পদক (১৯৯০), নারায়ণ গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার (২০০২)। টেগোর রিসার্চ ইন্সটিটিউট থেকে রবীন্দ্র-তত্ত্বাচার্য উপাধি লাভ (২০০৫)।
উল্লেখযোগ্য গ্রন্থ : বাংলা কাব্যে পাশ্চাত্য প্ৰভাব, সাহিত্য সমালোচনার রূপ-রীতি, করতলে নীলকান্তমণি, রবীন্দ্রনাথ : সৃষ্টির উজ্জ্বল স্রোতে, গল্প পাঠকের ডায়ারি ইত্যাদি।