মননে স্মরণে
- উজ্জ্বলকুমার মজুমদার
প্রাজ্ঞ ও বিচিত্র জীবনাভিজ্ঞতায় সমৃদ্ধ লেখকের মোট একুশটি প্রবন্ধের সংকলন এই বইটি। দুটি পৃথক শিরোনাম সম্বলিত অংশে প্রবন্ধগুলি সন্নিবেশিত হয়েছে। প্রথমাংশ ‘মননে’ — যার অন্তর্গত মোট বারোটি প্রবন্ধ। বিদগ্ধ সমালোচকের মননের গভীর থেকে উঠে আসা কিছু সাহিত্যিক সমালোচনা এই অংশের সম্পদ। লেখকের ব্যক্তিগত বোধ, যা কিনা অবশ্যই বহুলাংশে তার ঋদ্ধ সাহিত্যসাধনালব্ধ । জ্ঞাননিয়ন্ত্রিত,—তা দিয়ে কয়েকজন কবি ও কথাশিল্পীর পর্যালোচনা করেছেন তিনি। দ্বিতীয় অংশ ‘স্মরণে। এখানে লেখক তার জীবনের বহুবর্ণিল অভিজ্ঞতায় সঞ্চিত হয়ে থাকা নয়জন কৃতি মানুষের স্মৃতিচারণ করেছেন। ফলতঃ একদিকে এই গ্রন্থের মধ্যে যেমন পাওয়া যায় সাহিত্যরসপিপাসু পাঠকের মননশীল-চর্চার উপকরণ তেমনই তারই পাশে স্বমহিমায় স্বতন্ত্র হয়ে ওঠে। কিছু দূর থেকে দেখা প্রথিতযশা মানুষের আপনজন হিসেবে নবরূপে আত্মপ্রকাশ। দুই অংশের সম্মিলনে গ্রন্থটি হয়ে ওঠে অনন্য ও আকর্ষনীয়।
জন্ম : ১৯৩৬ সাল। ভবানীপুর, দক্ষিন কলকাতা।
শিক্ষা : সেন্ট লরেন্স স্কুল, কলকাতা, সেন্ট জনস সি.এম.এস.স্কুল, কৃষ্ণনগর। কৃষ্ণনগর গভঃ কলেজ ও প্রেসিডেন্সি কলেজ।
কর্মজীবন : উত্তরপাড়া প্যারীমোহন কলেজ থেকে ১৯৫৮ সালে। এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবনে কাটে ছ’বছর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বত্রিশ বছর বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেছেন। একবছর বিশ্বভারতীর রেজিস্ট্রার ছিলেন এবং এশিয়াটিক সোসাইটিতে রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যাপক হিসেবে গবেষণা-পরিচালনা করেন। বেশ কয়েকবার রবীন্দ্র সাহিত্য সম্বন্ধে বক্তৃতার জন্যে আমেরিকায় নিমন্ত্রিত হ’য়ে গেছেন। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলো ও নিখিল ভারতবঙ্গসাহিত্য সম্মেলনের (দক্ষিণ কলকাতা শাখা) সভাপতি ছিলেন।
পুরস্কার : ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার (১৯৭৯), তারাশঙ্কর স্মৃতি পদক (১৯৯০), নারায়ণ গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার (২০০২)। টেগোর রিসার্চ ইন্সটিটিউট থেকে রবীন্দ্র-তত্ত্বাচার্য উপাধি লাভ (২০০৫)।
উল্লেখযোগ্য গ্রন্থ : বাংলা কাব্যে পাশ্চাত্য প্ৰভাব, সাহিত্য সমালোচনার রূপ-রীতি, করতলে নীলকান্তমণি, রবীন্দ্রনাথ : সৃষ্টির উজ্জ্বল স্রোতে, গল্প পাঠকের ডায়ারি ইত্যাদি।