করতলে নীলকান্তমণি
- উজ্জ্বলকুমার মজুমদার
'করতলে নীলকান্তমণি' বাংলা সাহিত্যের একটি অনবদ্য সমালোচনা গ্রন্থ। সাবলীল উপস্থাপনায় বাংলা সাহিত্য ও পাশ্চাত্যের নানান অভিমুখ গ্রন্থটিতে যেমন ধরা পড়েছে তেমন বাংলা সাহিত্যের আধুনিক আত্মগত বিশ্লেষণ পাঠ ও প্রক্রিয়া শুরু স্পষ্ট হয়ে ওঠে ডিরোজিও থেকে স্বার্থ যেমন প্রাবন্ধিকের চিন্তা চেতনার তেমন মধুসূদন থেকে জীবনানন্দ উত্তর কিছু করিবার কিছু কবিরাও আলোচনার পরিবৃত্তের বিশিষ্ট হয়ে উঠেছেন বাংলা গদ্য কিভাবে ঊষা কাল থেকে পরিবর্তনের নানা ধারণ করেছে তাও প্রাবন্ধিকের তথ্য ও যুক্তিনিষ্ঠ উপস্থাপনা প্রতিষ্ঠা পেয়েছে এমন কি বাংলা নাটক ও উপন্যাস সম্পর্কিত মননশীল ভাবনা নিঃসন্দেহে গ্রন্থটির নানা মহলে সন্ধান উন্মোচিত করে উজ্জ্বল কুমার মজুমদারের তীক্ষ্ণতা দৃষ্টিভঙ্গির গ্রন্থ টির বিশেষত্ব সহজ প্রাঞ্জল এর গভীরে উৎসাহী পাঠকদের অবশ্যই একাডেমিক ছাড়াও উদ্দীপ্ত করতে সমর্থ সমকালীন বাংলা সাহিত্য সমালোচনার পাশাপাশি উনবিংশ শতকের সাহিত্যের ব্যতিক্রমী মূল্যায়ন প্রাবন্ধিকের বহুমুখী ভাবনার ক্ষেত্র প্রস্তুত করেছে একইসঙ্গে এ গ্রন্থটি বাংলা সাহিত্যে নতুন মাত্রা প্রদান করে ঠিকই আবার ইতিহাস ঐতিহ্যের ইতিহাস
জন্ম : ১৯৩৬ সাল। ভবানীপুর, দক্ষিন কলকাতা।
শিক্ষা : সেন্ট লরেন্স স্কুল, কলকাতা, সেন্ট জনস সি.এম.এস.স্কুল, কৃষ্ণনগর। কৃষ্ণনগর গভঃ কলেজ ও প্রেসিডেন্সি কলেজ।
কর্মজীবন : উত্তরপাড়া প্যারীমোহন কলেজ থেকে ১৯৫৮ সালে। এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবনে কাটে ছ’বছর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বত্রিশ বছর বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেছেন। একবছর বিশ্বভারতীর রেজিস্ট্রার ছিলেন এবং এশিয়াটিক সোসাইটিতে রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যাপক হিসেবে গবেষণা-পরিচালনা করেন। বেশ কয়েকবার রবীন্দ্র সাহিত্য সম্বন্ধে বক্তৃতার জন্যে আমেরিকায় নিমন্ত্রিত হ’য়ে গেছেন। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলো ও নিখিল ভারতবঙ্গসাহিত্য সম্মেলনের (দক্ষিণ কলকাতা শাখা) সভাপতি ছিলেন।
পুরস্কার : ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার (১৯৭৯), তারাশঙ্কর স্মৃতি পদক (১৯৯০), নারায়ণ গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার (২০০২)। টেগোর রিসার্চ ইন্সটিটিউট থেকে রবীন্দ্র-তত্ত্বাচার্য উপাধি লাভ (২০০৫)।
উল্লেখযোগ্য গ্রন্থ : বাংলা কাব্যে পাশ্চাত্য প্ৰভাব, সাহিত্য সমালোচনার রূপ-রীতি, করতলে নীলকান্তমণি, রবীন্দ্রনাথ : সৃষ্টির উজ্জ্বল স্রোতে, গল্প পাঠকের ডায়ারি ইত্যাদি।