ইংরেজি সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র।
- কৃষ্ণগোপাল রায়
ধারাবাহিক ইতিহাস নয়, ইংরেজি সাহিত্যের ইতিহাস উজ্জ্বল করা প্রধান সুজন ব্যক্তিত্ত্ব, যাঁরা বাঙালীর মনন ও সৃজন বাসনাকে নানা সময়ে আলোকিত ও উজ্জীবিত করেছেন, তাঁদের বিরাজকাল, জীবনবৃত্ত, রচনাঁবলী, রচনার বিশেষত্ব এবং বাংলা সাহিত্যে তাদের প্রভাব পর্যালোচনা এ গ্রন্থের বিষয়। গ্রন্থটি তথ্য-সমাহার, বিশ্লেষণ, নিষ্কর্য নিরূপন এবং উপস্থাপনার প্রসাদগুণে সমাদৃত, প্রত্যাশিত তারই ক্রমবৃদ্ধি।
সাহিত্য সমালোচনা ক্ষেত্রে অধ্যক্ষ ড. কৃষ্ণগোপাল রায় সুপরিচিত নাম। দেশে-বিদেশে অসংখ্য তাঁর গুণমুগ্ধ পাঠক। অধ্যাপনার যশস্বী, মননে নিবিড়, আর লেখার ক্ষেত্রে যেমন বিশ্লেষণী তেমনই শুদ্ধতাবাণী। প্রশ্নের পর প্রশ্ন তুলে তাদেরই নিরাকরণ করতে করতে তিনি পৌছান সিদ্ধান্তে।
‘রবীন্দ্র-কথাসাহিত্য :আপেক্ষিত প্রসঙ্গ’, ‘সাম্প্রদায়িকতা ও রবীন্দ্রনাথ’, ‘জীবনানন্দের কাব্যে পাশ্চাত্য প্রভাব’, ‘ইংরেজি সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র’, ‘জীবনানন্দের কবিতা পাঠ’, ইত্যাদি তাঁর বহু গ্রন্থের তালিকায় এ গ্রন্থটি অবশ্যই এক উজ্জ্বল সংযোজন।