রবীন্দ্র-কথাসাহিত্য : আপেক্ষিত প্রসঙ্গ
- কৃষ্ণগোপাল রায়
উপস্থাপনার জ্যোতির্ময় যাত্রায় অনেক সময় এমন অনিবার্য প্রশ্ন অপেক্ষিত থেকে যায় যা মূল্য পেলে যাত্রাপথটাই যেত বদলে, এমন প্রসঙ্গও থাকে যা ব্যাখ্যাত হলে সংশ্লিষ্ট লেখাটির গভীর উন্মোচন হতে পারত, আবার থাকে এমন প্রসঙ্গও যা উপেক্ষিত হয়েছে বলে পাঠকের আক্ষেপ কাটে না— রবীন্দ্র-কথাসাহিত্যের এমনই কিছু প্রসঙ্গ নিয়ে লেখা গ্রন্থগত প্রবন্ধগুলো। মনননিষ্ঠ পাঠককে এরা ভাবাবেই।
সাহিত্য সমালোচনা ক্ষেত্রে অধ্যক্ষ ড. কৃষ্ণগোপাল রায় সুপরিচিত নাম। দেশে-বিদেশে অসংখ্য তাঁর গুণমুগ্ধ পাঠক। অধ্যাপনার যশস্বী, মননে নিবিড়, আর লেখার ক্ষেত্রে যেমন বিশ্লেষণী তেমনই শুদ্ধতাবাণী। প্রশ্নের পর প্রশ্ন তুলে তাদেরই নিরাকরণ করতে করতে তিনি পৌছান সিদ্ধান্তে।
‘রবীন্দ্র-কথাসাহিত্য :আপেক্ষিত প্রসঙ্গ’, ‘সাম্প্রদায়িকতা ও রবীন্দ্রনাথ’, ‘জীবনানন্দের কাব্যে পাশ্চাত্য প্রভাব’, ‘ইংরেজি সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র’, ‘জীবনানন্দের কবিতা পাঠ’, ইত্যাদি তাঁর বহু গ্রন্থের তালিকায় এ গ্রন্থটি অবশ্যই এক উজ্জ্বল সংযোজন।