যে সব গল্প দেরাজবন্দি ছিল
- অলোকরঞ্জন দাশগুপ্ত
কবিতা আর ছোটগল্পের মধ্যে আদৌ কি কোন সাযুজ্যরেখার অস্তিত্ব আছে ? প্রচলিত ধারণা অনুযায়ী সাহিত্যের এই দুটি ধারা স্বতন্ত্র। কিন্তু সাকুল্যে আঠারোটি ছোটগল্প এই নাতিদীর্ঘ সংকলনটির প্রণেতা অলোকরঞ্জন দাশগুপ্ত গল্প বলার সেই প্রথানুগ ধারা থেকে বেরিয়ে এসে এমন এক ম্যাজিক উপস্থাপনা করেছেন যেখানে ছোটগল্প এসে কবিতায় মিশে গিয়ে এক অন্যতর মাত্রা তৈরি করেছে। বাংলা সাহিত্যে এই গল্প সংকলনটি অভূতপুর্ব বলে চিহ্নিত হবার দাবি করে। চেনা ছকের বাইরে এমনতর গল্পনির্মাণ, পাঠককুলের কাছে নিশ্চিতভাবেই এ এক ব্যতিক্রমী স্বাদ।
জন্ম কলকাতায়। ১৯৩৩ সাল। শাক্তিনিকেতনের উদাত্ত আশ্রমিক পরিবেশ থেকে বিদালয়জীবন শেষ করে যেদিন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ-এ পা দিলেন, তাঁর জীবনধারায় যুক্ত হলো অন্যতর মাত্রা। পরে প্রেসিডেন্সিতে স্নাতকোত্তর পাঠ সমাপ্ত করে ১৯৫৭ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে অধ্যাপনা শুরু। পরে বাংলা বিভাগের সঙ্গেও যুক্ত এবং বিশ্ববিদ্যালয়ে ‘ভারতীয় লিরিকের উৎস ও ক্রমবিবর্তন’ নিয়ে গবেষণা কাজ। ‘হুমবোল্ট ফাউডেশনের’ প্রকল্কে ফেলোশিপ অর্জন এবং জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে গ্যোয়েটে এবং রবীন্দ্রনাথকে নিয়ে তুলনামুলক অন্বেষা। পরে সেখানেই ‘ভারতত্ত্ব’ নিয়ে অধ্যাপনা ও জার্মানিতে বসবাস শুরু। এই সময় থেকেই অলোকরঞ্জন ভারত ও জার্মানির মধ্যে বসবাসের সময়কাল বিভাজন করে আসছেন। এবং সেই অভ্যেস জারি এখনো। পাশাপাশি সমানতালে চলছে তার সৃজণী কলম। প্রতি বছর নিয়মিত ভাবে প্রকাশিত হয়ে চলেছে একাধিক পুস্তক এখন অব্দি যার সংখ্যা পঞ্চাশ ছুঁই ছুঁই।