গল্পের শতক্রতু
- তপোধীর ভট্টাচার্য
সন ১৯৭৩। বাংলার রাষ্ট্রসীমা থেকে নির্বাসিত প্রাচীন হরিকেল-সুবঙ্গবর্ষ ভুমির শরিক বরাক উপত্যকায় মাতৃভাষার মর্যাদা-রক্ষার জন্যে। ঠিক বারো বছর আগে শহিদ হয়েছেন দশভাই চম্পা ও একটি পারুল বোন। কবিতায় আধুনিকতার উদ্ভাসন দেখা গেলেও গল্পচর্চা শৈশব অবস্থায়। সেবছর গদ্যের স্পর্ধিত পতাকা শক্ত মুঠোয় ধরে প্রকাশিত হলো ‘শতক্রতু’ সাহিত্যপত্র। ১৯৮৪ পর্যন্ত একটানা প্রকাশের পরে দীর্ঘ শীতঘুম। তারপর ২০০৮ সালে ঘটল তার পুনরুত্থান শতাধিক ছোটগল্প নিয়ে এই দুই পর্যায়ের প্রতিনিধি সংকলন উপস্থাপিত হচ্ছে ইতিহাসের অবিস্মরণীয় ফলক হিসেবে।
এ-সময়ের পুরোধা সাহিত্যিতাত্তিক ও সমালোচক তপোধীর ভট্টাচার্য (জন্ম ১২ ফেব্রুয়ারি ১৯৪৯) বাংলা সাহিত্যের যশস্বী চিন্তাবিদ। বাঙালির নিজস্ব নন্দনতত্ত্ব হিসেবে উত্তর আধুনিক চেতনার অন্যতম প্রস্তাবক তিনি। এখনও পর্যন্ত তাঁর ১৩৪টি বই প্রকাশিত হয়েছে। ‘তুমি সেই পীড়িত কুসুম’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ। মোট ৩২ টি কবিতা-সংকলন তাঁর রয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কার্যদক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এছাড়া দিল্লী বিশ্ববিদ্যালয়ের মর্যাদাবান রবীন্দ্র অধ্যাপক হিসেবেও কাজ করছেন। ছিলেন বাংলা সাহিত্যের এমেরিটাস অধ্যাপকও। নিরন্তর মনন-চৰ্চা করাই তাঁর জীবনের ব্রত। উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে : প্রতীচ্যের সাহিত্যতত্ত্ব, ঐতিহ্যের পুনর্নির্মাণ, আধুনিকতা : পর্ব থেকে পর্বান্তর, বাখতিন তত্ত্ব ও প্রয়োগ, ছোটগল্পের সুলুক-সন্ধান, উপন্যাসের সময়, উপন্যাসের বিনির্মাণ, কবিতার রূপান্তর, কবিতা : নন্দন ও সময় প্রভৃতি।