কবিতায় ছবি : ছবিতে কবিতা
- বিবেক গুহ, অলোকরঞ্জন দাশগুপ্ত
শৌখিন ছবি-তুলিয়ে বিবেক গুহ। দেশে-বিদেশে রাশি রাশি ফটো তুলে বেড়ানোই তার দুর্বার নেশা। কখনো মানুষজন, কখনো মনোরম প্রকৃতি। হঠাই খেলে গেল এক অভিনব আইডিয়া। যদি এই নির্বাক ছবিগুলিতে করা যেত প্রাণের সঞ্চার। বিশিষ্ট কবি প্রতিবেশী অলোকরঞ্জন দাশগুপ্ত-র বাড়ি নিয়ে গেলেন তাঁর বিস্তর ছবির সম্ভার। দুটি ভিন্নমুখী ধারার সমাপতন হলো এক তৃতীয় নান্দনিক মোহনায়। ছবির দেহে সঞ্চারিত হলো প্রাণ। কবিতার শরীর পেল তার গতিধারা। সৃষ্টি হলো এক অপরূপ জীবনের মূর্ত অভিমুখ।
জন্ম কলকাতায়। ১৯৩৩ সাল। শাক্তিনিকেতনের উদাত্ত আশ্রমিক পরিবেশ থেকে বিদালয়জীবন শেষ করে যেদিন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ-এ পা দিলেন, তাঁর জীবনধারায় যুক্ত হলো অন্যতর মাত্রা। পরে প্রেসিডেন্সিতে স্নাতকোত্তর পাঠ সমাপ্ত করে ১৯৫৭ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে অধ্যাপনা শুরু। পরে বাংলা বিভাগের সঙ্গেও যুক্ত এবং বিশ্ববিদ্যালয়ে ‘ভারতীয় লিরিকের উৎস ও ক্রমবিবর্তন’ নিয়ে গবেষণা কাজ। ‘হুমবোল্ট ফাউডেশনের’ প্রকল্কে ফেলোশিপ অর্জন এবং জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে গ্যোয়েটে এবং রবীন্দ্রনাথকে নিয়ে তুলনামুলক অন্বেষা। পরে সেখানেই ‘ভারতত্ত্ব’ নিয়ে অধ্যাপনা ও জার্মানিতে বসবাস শুরু। এই সময় থেকেই অলোকরঞ্জন ভারত ও জার্মানির মধ্যে বসবাসের সময়কাল বিভাজন করে আসছেন। এবং সেই অভ্যেস জারি এখনো। পাশাপাশি সমানতালে চলছে তার সৃজণী কলম। প্রতি বছর নিয়মিত ভাবে প্রকাশিত হয়ে চলেছে একাধিক পুস্তক এখন অব্দি যার সংখ্যা পঞ্চাশ ছুঁই ছুঁই।