রবীন্দ্রনাথ : অনুবাদ, ঔপনিবেশিকতা ও অন্যান্য প্রসঙ্গে
- সুজাতা বন্দ্যোপাধ্যায়
ঔপনিবেশিক শাসনক্লান্ত ভারতে রবীন্দ্রদর্শন ও মনন যে প্রাচ্য ঐতিহ্যের বার্তা তুলে ধরতে চেয়েছিল সেই ভাবনার প্রকাশ ছড়িয়ে আছে রবীন্দ্রঅনূদিত রবীন্দ্র সাহিত্যের নানা দিকে। পাশ্চাত্যের পটভূমিতে যুদ্ধপীড়িত সভ্যতার অবক্ষয় ও ক্লান্তি ভুলাতে রবীন্দ্রনাথ তাঁর অনূদিত নাটকে ভারতবোধকে জাগ্রত করতে চেয়েছিলেন। ঔপনিবেশিক শাসনের চাপ রবীন্দ্র অনুদিত সাহিত্যে যে প্রভাব বিস্তার করেছিল সে বিষয়ে বেশ কয়েকটি প্রবন্ধ রয়েছে এই বইটিতে। এছাড়াও রবীন্দ্র জীবনের সঙ্গে সম্পর্কিত নানা জনের প্রসঙ্গ, রবীন্দ্র কবিতা, গল্প, উপন্যাস নিয়ে বিভিন্ন প্রবন্ধ, বিজ্ঞান ও মহাকাশ নিয়ে রবীন্দ্র ভাবনা বিষয়ে চর্চা হয়েছে এই গ্রন্থে।
জন্ম ১৯৭০। বহরমপুর গার্লস কলেজ থেকে স্নাতক,ক্লকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর (১৯৯২), বিশ্বভারতী থেকে পি এইচ. ডি.(২০০৭)। কর্মজীবনের সূচনা কৃষ্ণনাথ কলেজে আংশিক সময়ের অধ্যাপকরূপে, পরে পূর্ণসময়ের অধ্যাপকরূপে বোলপুর কলেজে যোগ(১৯৯৭), তারপর লালগোলা কলেজ যোগদান(২০০৬), বর্তমান অধ্যক্ষ কৃষ্ণনাথ কলেজ। অধ্যাপনার পাশাপাশি আকাশবাণী মুর্শিদাবাদে ঘোষ্কের কাজ করেছেন। চর্চা আছে আবৃত্তি ও শ্রুতি নাটকের। লেখেন গবেষণামূলক প্রবন্ধ, ছোটগল্প ও কবিতা।