সাহিত্য, সমাজ ও দর্শন ভাবনায় বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দ
- সুজাতা বন্দ্যোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও স্বামী বিবেকানন্দের সাহিত্য, সমাজ দর্শনে গভীর প্রভাব ও মনন-চিন্তানের উত্তরাধিকার প্রসঙ্গে গবেষণামূলক প্রবন্ধ সম্ভারে রয়েছে বঙ্কিম ও বিবেকানন্দের ভাষা, সাহিত্য, বেদান্তভাবনা, সমাজকল্যাণ, দেশহিত ও নারীর ক্ষমতায়ন ইত্যাদি নানা প্রসঙ্গে বিদগ্ধজনের দৃষ্টিকোণে নবমুল্যায়ন। আধুনিকতম ভাষাবিজ্ঞানের আলোকে বিবেকানন্দ এবং বঙ্কিমের গদ্যভাষার বিশ্লেষণ এবং তুলনামূলক সাহিত্য আলোচনায় ম্যাজিক রিয়েলিজমের আঙ্গিকে বঙ্কিমের সাহিত্যপাঠ। বেদান্ত থেকে বর্তমানের দেশভাবনা, নারীমুক্তি থেকে রাজনীতি সবই তাল ধরার চেষ্টা হয়েছে এই বইটিতে।
জন্ম ১৯৭৩, সালকিয়া (হাওড়া)। নরসিংহ দত্ত কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানিক স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। ‘কৃত্তিবাস’ পত্রিকা নিয়ে গবেষণা ও সেইসূত্রে ২০০৯ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. সম্মাননা প্রাপ্তি। সম্পাদিত গ্রন্থ-প্রবন্ধ ও সমালোচনা : ‘ভাবনার আলাপন' (২০১২)।