রবীন্দ্রনাথ : অনুবাদ, ঔপনিবেশিকতা ও অন্যান্য প্রসঙ্গে
- সুজাতা বন্দ্যোপাধ্যায়
ঔপনিবেশিক শাসনক্লান্ত ভারতে রবীন্দ্রদর্শন ও মনন যে প্রাচ্য ঐতিহ্যের বার্তা তুলে ধরতে চেয়েছিল সেই ভাবনার প্রকাশ ছড়িয়ে আছে রবীন্দ্রঅনূদিত রবীন্দ্র সাহিত্যের নানা দিকে। পাশ্চাত্যের পটভূমিতে যুদ্ধপীড়িত সভ্যতার অবক্ষয় ও ক্লান্তি ভুলাতে রবীন্দ্রনাথ তাঁর অনূদিত নাটকে ভারতবোধকে জাগ্রত করতে চেয়েছিলেন। ঔপনিবেশিক শাসনের চাপ রবীন্দ্র অনুদিত সাহিত্যে যে প্রভাব বিস্তার করেছিল সে বিষয়ে বেশ কয়েকটি প্রবন্ধ রয়েছে এই বইটিতে। এছাড়াও রবীন্দ্র জীবনের সঙ্গে সম্পর্কিত নানা জনের প্রসঙ্গ, রবীন্দ্র কবিতা, গল্প, উপন্যাস নিয়ে বিভিন্ন প্রবন্ধ, বিজ্ঞান ও মহাকাশ নিয়ে রবীন্দ্র ভাবনা বিষয়ে চর্চা হয়েছে এই গ্রন্থে।
জন্ম ১৯৭৩, সালকিয়া (হাওড়া)। নরসিংহ দত্ত কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানিক স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। ‘কৃত্তিবাস’ পত্রিকা নিয়ে গবেষণা ও সেইসূত্রে ২০০৯ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. সম্মাননা প্রাপ্তি। সম্পাদিত গ্রন্থ-প্রবন্ধ ও সমালোচনা : ‘ভাবনার আলাপন' (২০১২)।