লেখালিখি প্রসঙ্গ : সাহিত্য
- সুজাতা বন্দ্যোপাধ্যায়
অক্ষরের মায়াবী ধুলোপথে। গ্রন্থকারের কৌতূহলী পদচিহ্ন ছড়িয়ে আছে প্রায় এক দশক ধরে। এই যাত্রাপথের নানা বাঁকে তার কলম থেকে উঠে এসেছে। বেশ কিছু মনোজ্ঞ বিশ্লেষণ। বিভিন্ন সময়ে নানা পত্র-পত্রিকায় প্রকাশিত তেমনই কয়েকটি মননঋদ্ধ মৌলিক প্রবন্ধ ও তারই পাশাপাশি বিশ্লেষণধর্মী সমালোচনামূলক প্রবন্ধ চয়ন করে এই সংকলন গ্রন্থের আয়োজন। লেখাগুলি সাহিত্যের বিচিত্র-বর্ণে যে শুধু বর্ণময় তা-ই নয়, নিষ্ঠ পাঠকের মনোরাজ্যে ভাবনার নবতর উৎসারণের প্রেরণা হয়ে উঠতেও সেগুলির দাবি অবশ্য স্বীকার্য।
জন্ম ১৯৭০। বহরমপুর গার্লস কলেজ থেকে স্নাতক,ক্লকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর (১৯৯২), বিশ্বভারতী থেকে পি এইচ. ডি.(২০০৭)। কর্মজীবনের সূচনা কৃষ্ণনাথ কলেজে আংশিক সময়ের অধ্যাপকরূপে, পরে পূর্ণসময়ের অধ্যাপকরূপে বোলপুর কলেজে যোগ(১৯৯৭), তারপর লালগোলা কলেজ যোগদান(২০০৬), বর্তমান অধ্যক্ষ কৃষ্ণনাথ কলেজ। অধ্যাপনার পাশাপাশি আকাশবাণী মুর্শিদাবাদে ঘোষ্কের কাজ করেছেন। চর্চা আছে আবৃত্তি ও শ্রুতি নাটকের। লেখেন গবেষণামূলক প্রবন্ধ, ছোটগল্প ও কবিতা।