রবীন্দ্র অনুবাদে রবীন্দ্রনাটক : রূপান্তরিত সৃষ্টি
- সুজাতা বন্দ্যোপাধ্যায়
রবীন্দ্রনাথের নয়টি নাটক চিত্রাঙ্গদা, প্রকৃতির প্রতিশোধ, রাজা ও রাণী, বিসর্জন, মালিনী, শারদোৎসব, লক্ষ্মীর পরীক্ষা, মুক্তধারা, রক্তকরবী, নাটকের রবীন্দ্রনাথের স্বকৃত অনুবাদ যথাক্রমে Chitra, Sanyasi, King and the Queen, Sacrifice, Malini, Autumn Festival, Trial, Waterfall, Red Oleanders-এর তুলনামূলক পর্যালোচনা, মূল গ্রন্থাবলী থেকে গৃহীত প্রয়োজনীয় সংকলন এই গ্রন্থে বিবৃত হয়েছে। রয়েছে ইংরেজি নাটকগুলির রচনার ইতিহাস ও সমকালীন প্রতিক্রিয়া, নাটকগুলির মনননিষ্ঠ বিশ্লেষণ। মূল পাণ্ডুলিপি থেকে গৃহীত বেশ কিছু চিত্র বইটিতে সংযোজিত হয়েছে। রবীন্দ্রনাথের রচনাগুলিও যে জন্মান্তরিত এক আশ্চর্য সৃষ্টি এই আলোতেই গ্রন্থটির নির্মাণ।
জন্ম ১৯৭০। বহরমপুর গার্লস কলেজ থেকে স্নাতক,ক্লকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর (১৯৯২), বিশ্বভারতী থেকে পি এইচ. ডি.(২০০৭)। কর্মজীবনের সূচনা কৃষ্ণনাথ কলেজে আংশিক সময়ের অধ্যাপকরূপে, পরে পূর্ণসময়ের অধ্যাপকরূপে বোলপুর কলেজে যোগ(১৯৯৭), তারপর লালগোলা কলেজ যোগদান(২০০৬), বর্তমান অধ্যক্ষ কৃষ্ণনাথ কলেজ। অধ্যাপনার পাশাপাশি আকাশবাণী মুর্শিদাবাদে ঘোষ্কের কাজ করেছেন। চর্চা আছে আবৃত্তি ও শ্রুতি নাটকের। লেখেন গবেষণামূলক প্রবন্ধ, ছোটগল্প ও কবিতা।