দেশভাগ ও বাংলা সাহিত্য : বর্তমান প্রেক্ষিতে
- সুজাতা বন্দ্যোপাধ্যায়
দেশভাগের ক্ষত চার প্রকার প্রজন্মের মানুষকে যন্ত্রনায় দগ্ধ করেছে — সেই বেদনা থেকে জাত হয়েছে যে সাহিত্য – দুই বাংলার হৃদয় ও মননকে মথিত করে তার সম্ভার। ১৯৪৭ – ২০১৫ এই দীর্ঘ বিস্তারী সময় পর্বে যে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে, স্বাধীনতার পরে বাংলার মুক্তিযুদ্ধ থেকে শাহবাগ আন্দোলন হয়ে সাম্প্রতিক ছিটমহল পর্ব সবই উঠে এসেছে গল্পে, উপন্যাসে, কবিতায়, প্রবন্ধে ও নাটকে। বর্তমান প্রেক্ষিতে সেই সাহিত্য সম্ভারকে একবার ফিরে দেখা হল এই বইটিতে।
জন্ম ১৯৭০। বহরমপুর গার্লস কলেজ থেকে স্নাতক,ক্লকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর (১৯৯২), বিশ্বভারতী থেকে পি এইচ. ডি.(২০০৭)। কর্মজীবনের সূচনা কৃষ্ণনাথ কলেজে আংশিক সময়ের অধ্যাপকরূপে, পরে পূর্ণসময়ের অধ্যাপকরূপে বোলপুর কলেজে যোগ(১৯৯৭), তারপর লালগোলা কলেজ যোগদান(২০০৬), বর্তমান অধ্যক্ষ কৃষ্ণনাথ কলেজ। অধ্যাপনার পাশাপাশি আকাশবাণী মুর্শিদাবাদে ঘোষ্কের কাজ করেছেন। চর্চা আছে আবৃত্তি ও শ্রুতি নাটকের। লেখেন গবেষণামূলক প্রবন্ধ, ছোটগল্প ও কবিতা।