সাহিত্য, সমাজ ও দর্শন ভাবনায় বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দ
- সুজাতা বন্দ্যোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও স্বামী বিবেকানন্দের সাহিত্য, সমাজ দর্শনে গভীর প্রভাব ও মনন-চিন্তানের উত্তরাধিকার প্রসঙ্গে গবেষণামূলক প্রবন্ধ সম্ভারে রয়েছে বঙ্কিম ও বিবেকানন্দের ভাষা, সাহিত্য, বেদান্তভাবনা, সমাজকল্যাণ, দেশহিত ও নারীর ক্ষমতায়ন ইত্যাদি নানা প্রসঙ্গে বিদগ্ধজনের দৃষ্টিকোণে নবমুল্যায়ন। আধুনিকতম ভাষাবিজ্ঞানের আলোকে বিবেকানন্দ এবং বঙ্কিমের গদ্যভাষার বিশ্লেষণ এবং তুলনামূলক সাহিত্য আলোচনায় ম্যাজিক রিয়েলিজমের আঙ্গিকে বঙ্কিমের সাহিত্যপাঠ। বেদান্ত থেকে বর্তমানের দেশভাবনা, নারীমুক্তি থেকে রাজনীতি সবই তাল ধরার চেষ্টা হয়েছে এই বইটিতে।
জন্ম ১৯৭০। বহরমপুর গার্লস কলেজ থেকে স্নাতক,ক্লকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর (১৯৯২), বিশ্বভারতী থেকে পি এইচ. ডি.(২০০৭)। কর্মজীবনের সূচনা কৃষ্ণনাথ কলেজে আংশিক সময়ের অধ্যাপকরূপে, পরে পূর্ণসময়ের অধ্যাপকরূপে বোলপুর কলেজে যোগ(১৯৯৭), তারপর লালগোলা কলেজ যোগদান(২০০৬), বর্তমান অধ্যক্ষ কৃষ্ণনাথ কলেজ। অধ্যাপনার পাশাপাশি আকাশবাণী মুর্শিদাবাদে ঘোষ্কের কাজ করেছেন। চর্চা আছে আবৃত্তি ও শ্রুতি নাটকের। লেখেন গবেষণামূলক প্রবন্ধ, ছোটগল্প ও কবিতা।