ভোরের পাখিরা
- নন্দিনী বন্দোপাধ্যায়
বিহারীলাল চক্রবর্তী, অক্ষয় চন্দ্র বড়াল, সুরেন্দ্রনাথ মজুমদার, দেবেন্দ্রনাথ সেন, গিরীন্দ্রমোহিনী দাসী, মানকুমারী বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, স্বর্ণকুমারী দেবী, কামিনী রায় এবং গোবিন্দচন্দ্র দাস —উনিশ শতকে বাংলা গীতি কবিতার সভায় এই দশজন কবি শুনিয়েছিলেন নিজেদের অন্তরের গান, আজ তাঁরা বিস্মৃত। তাঁদের লেখনী-শক্তিকে নতুনভাবে আলোকদান করার উদ্দেশ্যে মনোজ্ঞ আলোচনায় সমৃদ্ধ হয়ে আত্মপ্রকাশ করল ‘ভোরের পাখিরা’। সঙ্গে থাকল উক্ত কবিগণের দশটি কাব্যগ্রন্থ — বঙ্গসুন্দরী, শঙ্খ, মহিলা, অশোকগুচ্ছ, অশ্রুকণা, কাব্যকুসুমাঞ্জলি, স্বপ্ন প্রয়াণ, গাথা (খণ্ড কবিতাবলী), দীপ ও ধূপ এবং কুঙ্কুম। বাংলা গীতিকবিতার গবেষণায় এ গ্রন্থ অবশ্যই অপরিহার্য হবে আশা করা যায়।
জন্ম : রানাঘাট, নদীয়া।
শিক্ষা: কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে প্রথম বিভাগে প্রথম, স্নাতকোত্তরে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান। উক্ত বিশ্ববিদ্যালয় থেকে পি. এইচ. ডি. ও ডি. লিট. ডিগ্রী প্রাপ্তি।
কর্মজীবন শুরু বহরমপুর গার্লস কলেজে। বর্তমানে বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত গ্রন্থ — চারণকবি বিজয়লাল : জীবন ও সাহিত্য, ভোরের পাখিরা, পত্র পত্রিকায় রবীন্দ্র প্রসঙ্গ (তিন খণ্ড), অসামাণ্যা (কাব্যগ্রন্থ), পরিযায়ী (কাব্যগ্রন্থ), ‘ঐতিহ্য ও লোকসংস্কৃতির সমন্বয়ে জেলা মুর্শিদাবাদ’ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন পত্রিকায় বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে।