পরিযায়ী
- নন্দিনী বন্দ্যোপাধ্যায় দে
ড. নন্দিনী বন্দ্যোপাধ্যায় দে বর্তমানে বহরমপুর গার্লস কলেজে অধ্যাপনায় রত। তিনি বঙ্গীয় পুরাণ পরিষদ থেকে ‘সাহিত্যকুশলা’ উপাধিতে ভূষিত হন। তাঁর রচিত ‘চারণকবি বিজয়লাল : জীবন ও সাহিত্য গ্রন্থটি সুধীজনের অকুণ্ঠ প্রশংসা অর্জন করে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অসামান্য’, সম্প্রতি ‘নাট্যচিন্তা’, ‘কবিতা প্রতিমাসে’, ‘লোক’ প্রভৃতি প্রথম শ্রেণীর পত্র পত্রিকায় তাঁর লেখা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বিদেশি কবিদের লেখা কবিতার ভাবানুবাদ নিয়ে প্রকাশিত ‘পরিযায়ী’ আশাকরি পাঠকদের ভালো লাগবে।
জন্ম : রানাঘাট, নদীয়া।
শিক্ষা: কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে প্রথম বিভাগে প্রথম, স্নাতকোত্তরে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান। উক্ত বিশ্ববিদ্যালয় থেকে পি. এইচ. ডি. ও ডি. লিট. ডিগ্রী প্রাপ্তি।
কর্মজীবন শুরু বহরমপুর গার্লস কলেজে। বর্তমানে বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত গ্রন্থ — চারণকবি বিজয়লাল : জীবন ও সাহিত্য, ভোরের পাখিরা, পত্র পত্রিকায় রবীন্দ্র প্রসঙ্গ (তিন খণ্ড), অসামাণ্যা (কাব্যগ্রন্থ), পরিযায়ী (কাব্যগ্রন্থ), ‘ঐতিহ্য ও লোকসংস্কৃতির সমন্বয়ে জেলা মুর্শিদাবাদ’ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন পত্রিকায় বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে।