ঐতিহ্য ও লোকসংস্কৃতির সমন্বয়ে : জেলা মুর্শিদাবাদ
- নন্দিনী বন্দ্যোপাধ্যায় দে
মুর্শিদাবাদ নামক এই ভূখণ্ডটি তার মাঝখান দিয়ে বয়ে চলা ভাগিরথী নদীর মতোই বহু প্রাচীন ঐতিহ্যের সাক্ষী। এই মাটিতে যুগ যুগ ধরে বাস করা সাধারণ মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্যও অপরিসীম। ইতিহাস ও সংস্কৃতির নিরিখে এ গ্রন্থ। মুর্শিদাবাদের যুগ যুগান্তরের বিবর্তনের রূপটিকে কালান্তরের স্থায়িত্ব দেবার প্রয়াস এ গ্রন্থে।
জন্ম : রানাঘাট, নদীয়া।
শিক্ষা: কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে প্রথম বিভাগে প্রথম, স্নাতকোত্তরে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান। উক্ত বিশ্ববিদ্যালয় থেকে পি. এইচ. ডি. ও ডি. লিট. ডিগ্রী প্রাপ্তি।
কর্মজীবন শুরু বহরমপুর গার্লস কলেজে। বর্তমানে বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত গ্রন্থ — চারণকবি বিজয়লাল : জীবন ও সাহিত্য, ভোরের পাখিরা, পত্র পত্রিকায় রবীন্দ্র প্রসঙ্গ (তিন খণ্ড), অসামাণ্যা (কাব্যগ্রন্থ), পরিযায়ী (কাব্যগ্রন্থ), ‘ঐতিহ্য ও লোকসংস্কৃতির সমন্বয়ে জেলা মুর্শিদাবাদ’ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন পত্রিকায় বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে।