হ্যালহেডের এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গয়েজ : ফিরে দেখা
- নন্দিনী বন্দ্যোপাধ্যায় দে
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড (১৭৫১ - ১৮৩০) এখন একটি বিস্মৃত নাম। অথচ 05 A Grammar of the Bengal Language (১৭৭৮) বাংলা ভাষার ব্যাকরণ চর্চার অভিমুখ তৈরি করে। দিয়েছিল শুধু বিদেশীদের জন্য নয়, বাঙালীর জন্যও। গ্রন্থটিতে বিচিত্র ভাষায় তার পাণ্ডিত্য আমাদের অভিভুত করে। বাংলাদেশে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত হয়ে আত্মপ্রকাশের গৌরবেও গ্রন্থটি চিরস্মরণীয়। দুশো বছরের ওপার থেকে গ্রন্থটির বিষয়বস্তুকে বর্তমানে ফিরিয়ে আনাই আমাদের উদ্দেশ্য।
জন্ম : রানাঘাট, নদীয়া।
শিক্ষা: কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে প্রথম বিভাগে প্রথম, স্নাতকোত্তরে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান। উক্ত বিশ্ববিদ্যালয় থেকে পি. এইচ. ডি. ও ডি. লিট. ডিগ্রী প্রাপ্তি।
কর্মজীবন শুরু বহরমপুর গার্লস কলেজে। বর্তমানে বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত গ্রন্থ — চারণকবি বিজয়লাল : জীবন ও সাহিত্য, ভোরের পাখিরা, পত্র পত্রিকায় রবীন্দ্র প্রসঙ্গ (তিন খণ্ড), অসামাণ্যা (কাব্যগ্রন্থ), পরিযায়ী (কাব্যগ্রন্থ), ‘ঐতিহ্য ও লোকসংস্কৃতির সমন্বয়ে জেলা মুর্শিদাবাদ’ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন পত্রিকায় বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে।