বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়
- হীরেন চট্টোপাধ্যায়
বাংলার শুধু নয়, বিশ্বসাহিত্যের অমূল্য এক সম্পদ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। উপন্যাসটি বহু পৃথক প্রচ্ছদ-পরিচয়ে সহজপ্রাপ্য হলেও একটি নতুন ও প্রয়োজনীয় রূপে আবার এটি উপস্থিত করা হল পাঠকের দরবারে। মুল পাঠের নির্ভুল প্রাপ্তির আশ্বাসের সঙ্গে এর বাড়তি আশ্রয় বিদগ্ধ সমালোচক অধ্যাপক হীরেন চট্টোপাধ্যায়ের বহুমূল্য ভূমিকা অংশটি; ভূমিকা অংশে চাদের পাহাড়-এর সংশ্লিষ্ট নানা তথ্যাদি ও চরিত্রগুলির সুসম্পন্ন আলোচনা রয়েছে। এখানেই গতানুগতিক অন্যান্য প্রচলিত উপন্যাস-পাঠরূপগুলির থেকে এটি বিশিষ্ট।
জনপ্রিয় অধ্যাপক, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক নন, এ এক অন্য হীরেন চট্টোপাধ্যায়, বলা যায় নাটুকে হীরেন চট্টোপাধ্যায়। নিয়মিত অভিনয় করতেন। অগ্নিমিত্রের ‘সূত্রধার’ গ্রুপে। কলকাতার বিভিন্ন মঞ্চে। অনেক মঞ্চ নাটক অভিনয় করেছেন। নীহাররঞ্জন গুপ্তের রঙ্গম’ সংস্থায়। নিয়মিত অভিনয় হয়েছে তপন থিয়েটারে নাটক। এর সঙ্গে রয়েছে দূরদর্শন ও আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত প্রচুর নাটক। পিনাকী চৌধুরী প্রযোজনা করেছেন দিল্লি নেটওয়ার্কের হিন্দি ধারাবাহিক, তেরো পর্বের বাংলা ধারাবাহিক প্রচারিত হয়েছে। কলকাতা দূরদর্শন থেকে, সেই সঙ্গে বেশ কিছু টেলিফিল্ম। আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে অর্ধশতাধিক নাটক প্রচারিত হয়েছে, প্রযোজনা করেছেন সূর্য সরকার, অজিত মুখোপাধ্যায়, সমরেশ ঘোষ, শুক্লা বন্দ্যোপাধ্যায়, ড: দীপক চন্দ্র পোদ্দারের মতো মানুষ।