সাহিত্য-প্রকরণ
- হীরেন চট্টোপাধ্যায়
সাহিত্যের নিয়মিত এবং সুসংবদ্ধ পাঠ নেবার আগে সাহিত্য-পাঠের একটি প্রবেশিকা-গ্রন্থের প্রয়োজন খুব বেশী। সাহিত্য বলতে ঠিক কী বোঝায়, সাহিত্যের বিভিন্ন যে-রূপভেদ আছে তাদের বিশিষ্ট স্বরূপ ও শিল্পরূপ সম্বন্ধে প্রাথমিক ধারণা, সাহিত্যিক আন্দোলনগুলির মূল কথা, গতিপ্রকৃতি ও তাদের সাহিত্যিক ফসলের সঙ্গে পরিচিতি সাহিত্যের নিষ্ঠ পাঠকের পক্ষে একান্ত আবশ্যক বলেই মনে করি। ইংরেজিতে এই ধরনের উপযোগী গ্রন্থ বেশ কয়েকটি আছে। বাংলাতেও যে এরকম প্রবেশিকা-গ্রন্থ নেই তা নয়, কিন্তু যেগুলি আছে সেগুলি বেশির ভাগই অতিকথন বা স্বল্পকথনের দায়যুক্ত। দীর্ঘদিন এরকম একটি গ্রন্থের অভাব ছিল, সেই অভাব এটি পূর্ণ করবে বলেই মনে হয়। পরিমিত ও সঠিক দৃষ্টান্তের বিশ্লেষণসহ এই আলোচনা সাহিত্যের ছাত্রছাত্রীর পক্ষ যেমন আকর্ষণীয় হবে, সরল ও আকণিীয় ভাষায় লেখা সাম্প্রতিক সাহিত্যের প্রসঙ্গযুক্ত এই আলোচনা সাহিত্য-রসিকের আগ্রহও সমানভাবে তৃপ্ত করবে।
জনপ্রিয় অধ্যাপক, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক নন, এ এক অন্য হীরেন চট্টোপাধ্যায়, বলা যায় নাটুকে হীরেন চট্টোপাধ্যায়। নিয়মিত অভিনয় করতেন। অগ্নিমিত্রের ‘সূত্রধার’ গ্রুপে। কলকাতার বিভিন্ন মঞ্চে। অনেক মঞ্চ নাটক অভিনয় করেছেন। নীহাররঞ্জন গুপ্তের রঙ্গম’ সংস্থায়। নিয়মিত অভিনয় হয়েছে তপন থিয়েটারে নাটক। এর সঙ্গে রয়েছে দূরদর্শন ও আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত প্রচুর নাটক। পিনাকী চৌধুরী প্রযোজনা করেছেন দিল্লি নেটওয়ার্কের হিন্দি ধারাবাহিক, তেরো পর্বের বাংলা ধারাবাহিক প্রচারিত হয়েছে। কলকাতা দূরদর্শন থেকে, সেই সঙ্গে বেশ কিছু টেলিফিল্ম। আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে অর্ধশতাধিক নাটক প্রচারিত হয়েছে, প্রযোজনা করেছেন সূর্য সরকার, অজিত মুখোপাধ্যায়, সমরেশ ঘোষ, শুক্লা বন্দ্যোপাধ্যায়, ড: দীপক চন্দ্র পোদ্দারের মতো মানুষ।