কবি ও কবিতা কায়া ও মায়া
- হীরেন চট্টোপাধ্যায়
এই সময়ের কবিতা-ভাবনা এবং কবিদের নিয়ে আলোচনা, তৎসহ কিছু মৌলিক অনুসন্ধান। কবিতার বিষয় ও আঙ্গিক নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ। প্রধান ও অপ্রধান বহু কবির আলোচনা। বিশদভাবে আলোচিত কবি- রবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, সজনীকান্ত দাস, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অলোক সরকার, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, আনন্দ বাগচী, তারাপদ রায়, শক্তিপদ ব্রহ্মচারী, বিশ্বজিৎ কুমার ভট্টাচার্য ও তপোধীর ভট্টাচার্য। একালের কবি, কবিতা ও কবিতার আঙ্গিক নিয়ে তাৎপর্যপূর্ণ এক গ্রন্থ।
জনপ্রিয় অধ্যাপক, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক নন, এ এক অন্য হীরেন চট্টোপাধ্যায়, বলা যায় নাটুকে হীরেন চট্টোপাধ্যায়। নিয়মিত অভিনয় করতেন। অগ্নিমিত্রের ‘সূত্রধার’ গ্রুপে। কলকাতার বিভিন্ন মঞ্চে। অনেক মঞ্চ নাটক অভিনয় করেছেন। নীহাররঞ্জন গুপ্তের রঙ্গম’ সংস্থায়। নিয়মিত অভিনয় হয়েছে তপন থিয়েটারে নাটক। এর সঙ্গে রয়েছে দূরদর্শন ও আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত প্রচুর নাটক। পিনাকী চৌধুরী প্রযোজনা করেছেন দিল্লি নেটওয়ার্কের হিন্দি ধারাবাহিক, তেরো পর্বের বাংলা ধারাবাহিক প্রচারিত হয়েছে। কলকাতা দূরদর্শন থেকে, সেই সঙ্গে বেশ কিছু টেলিফিল্ম। আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে অর্ধশতাধিক নাটক প্রচারিত হয়েছে, প্রযোজনা করেছেন সূর্য সরকার, অজিত মুখোপাধ্যায়, সমরেশ ঘোষ, শুক্লা বন্দ্যোপাধ্যায়, ড: দীপক চন্দ্র পোদ্দারের মতো মানুষ।