তিতাস একটি নদীর নাম : উপন্যাসেরও
- হীরেন চট্টোপাধ্যায়
নদী বয়ে চলে। তীর ধরে ঘর বাঁধা মানুষের মনেও কখনও লাগে ভাটার টান, কখনও জোয়ার, পার ভাঙে, আবার গড়েও। অন্তরের সঙ্গে অন্তর বাঁধা পড়ে, মানে-অভিমানে লোককথার সুরে জীবিকার টানে, বেঁচে থাকাটা ক্রমেই এগিয়ে চলে। শুধু জীবনদ্রষ্টার ক্যানভাসে ধরা পড়ে মানব জীবনের এক অনন্য ধারাপাত, কোনো এক নদীকে ঘিরে। হয়ত কখনো সেই নদীটার নাম তিতাস হয়ে যায়। হতেও তো পারে! তারপর ? ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের মধ্যেকার সেই গহন কথাটিকেই খুঁজলেন প্রাবন্ধিকেরা বৈচিত্র্য ও বিশ্লেষণে।
জনপ্রিয় অধ্যাপক, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক নন, এ এক অন্য হীরেন চট্টোপাধ্যায়, বলা যায় নাটুকে হীরেন চট্টোপাধ্যায়। নিয়মিত অভিনয় করতেন। অগ্নিমিত্রের ‘সূত্রধার’ গ্রুপে। কলকাতার বিভিন্ন মঞ্চে। অনেক মঞ্চ নাটক অভিনয় করেছেন। নীহাররঞ্জন গুপ্তের রঙ্গম’ সংস্থায়। নিয়মিত অভিনয় হয়েছে তপন থিয়েটারে নাটক। এর সঙ্গে রয়েছে দূরদর্শন ও আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত প্রচুর নাটক। পিনাকী চৌধুরী প্রযোজনা করেছেন দিল্লি নেটওয়ার্কের হিন্দি ধারাবাহিক, তেরো পর্বের বাংলা ধারাবাহিক প্রচারিত হয়েছে। কলকাতা দূরদর্শন থেকে, সেই সঙ্গে বেশ কিছু টেলিফিল্ম। আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে অর্ধশতাধিক নাটক প্রচারিত হয়েছে, প্রযোজনা করেছেন সূর্য সরকার, অজিত মুখোপাধ্যায়, সমরেশ ঘোষ, শুক্লা বন্দ্যোপাধ্যায়, ড: দীপক চন্দ্র পোদ্দারের মতো মানুষ।