সেরা কয়েকটি
বঙ্গীয় সাহিত্য সংসদ। বাংলা গবেষণামূলক প্রবন্ধ ও সমালোচনা সাহিত্য গ্রন্থ প্রকাশনার জগতে এক অনন্য প্রতিষ্ঠান। সেই ১৯৯১-এ পথ চলা শুরু। তারপর থেকে ধারাবাহিকভাবে চলেছে গ্রন্থ প্রকাশ ও বিপণনের ক্যারাভান। প্রতিষ্ঠিত লেখকের পাশাপাশি নবীন সম্ভাবনাময় অসংখ্য লেখকের লেখনীতে নাটক, কাব্য-কবিতা, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ – বাংলা ভাষা ও সাহিত্যের সমস্ত আঙ্গিকের বিষয়পযোগী বই নিয়ে সেজে উঠেছে এর গ্রন্থসম্ভার। সৃজন মনের মুন্সিয়ানায় বঙ্গীয় সাহিত্য সংসদ-এর বই আবহমান বাংলা সাহিত্যপ্রেমী পাঠককে ঘিরে রাখতে চায়। তাইতো পাঠ-পাঠক-প্রচ্ছদ-গ্রন্থন একইসূত্রে গাঁথা পড়েছে বইগুলিতে। চলার পথে আপনার পরামর্শ এবং আন্তরিকতাই আমাদের একান্ত পাথেয়। বিস্তারিত আলাপের জন্য যোগাযোগ করুন।